কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (৫ মার্চ) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তুলে নেয় বিদ্রোহী এই সংগঠন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান।
তিনি জানান, এখন পর্যন্ত আটক জেলেদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে কথা হয়েছে। জেলেদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে।”
ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, আটক ছয়টি ট্রলারের মধ্যে দু’টি মোহাম্মদ শফিকের, আর বাকিগুলো বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের মালিকানাধীন।
শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, তার মালিকানাধীন একটি ট্রলারসহ মোট ছয়টি ট্রলার আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এসব ট্রলারে ৫৬ জন মাঝিমাল্লা ছিল।
সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জেলেদের উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।