ভারতের পাঞ্জাব রাজ্যের হরিয়ানার একেবারে শেষপ্রান্তে গুরুগ্রামে অবস্থিত প্যালেসটিই সবচেয়ে দামি
মুম্বাইয়ের অন্যতম আকর্ষণ শাহরুখ খানের বাড়ি মান্নাত। ভক্তরা এ শহরে বেড়াতে গেলেই ঘুরে আসেন মান্নাতের সামনে থেকে। বিলাসবহুল বাড়ির দাম যে আকাশছোঁয়া, তা বলার অপেক্ষা রাখে না। এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের বাড়ি জলসাও। অমিতাভ বচ্চনকে এক ঝলক দেখার জন্য প্রতিদিন তার বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। তবে দামের দিক থেকে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে অন্য এক তারকার বাড়ি।
শোনা যায়, মান্নাতের দাম ২০০ কোটি টাকা। অন্যদিকে, জলসার দাম ১০০ কোটি টাকা। বলিউডের অন্য তারকাদের বাড়ির দামও ঘোরাফেরা করে ৫০ থেকে ১০০ কোটির মধ্যে। কিন্তু সেইসব রেকর্ড ভেঙে দিয়েছে সাইফ আলি খানের বাড়ি। আসলে বাড়ি নয়, প্রাসাদ। সাইফ আলি খানদের “পাতৌদি প্যালেস”টির দাম ৮০০ কোটি টাকা।
ভারতের পাঞ্জাব রাজ্যের হরিয়ানার একেবারে শেষপ্রান্তে গুরুগ্রামে অবস্থিত “পাতৌদি প্যালেস”। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিখার আলি খান পাতৌদি বানিয়েছিলেন এটি। ইফতিখার আলি খান সম্পর্কে সাইফের ঠাকুর দাদা। ইফতিখার ছিলেন পাতৌদির নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেসের মালিকানা সাইফ ও তার পরিবারের।
১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল নবাব ইফতিখার আলির। সেসময় তিনি ভেবেছিলেন, তাদের পুরানো বাড়িটি বেগমের থাকার উপযুক্ত নয়। তখন তিনি পাতৌদি প্যালেস তৈরি করেছিলেন।
বর্তমানে এই বাড়িতে প্রায়ই স্ত্রী কারিনা কাপুর ও দুই পুত্র তৈমুর, জেহ্রর সঙ্গে সময় কাটান সাইফ আলি খান। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান এবং সাইফের দুই বোন সাবা আলি খান ও সোহা আলি খানও।